শীতে ত্বকের যত্নে হেয়ার ফুড

গত কয়েক বছর যাবত হেয়ার ফুড চালাতে গিয়ে বছরের যে কয়টা মৌসুমে স্কিনের বিভিন্ন ধরনের সমস্যার অভিযোগ সবচেয়ে বেশি পাওয়া যায়, তার মধ্যে শীত আসার আগের সময়টা অন্যতম। স্কিনের ডালনেস, পিম্পল, একনি, রাফনেস, আন-ইভেন টোন, লাবণ্য কমে যাওয়া, কালচে ভাব চলে আসা এরকমভাবে লিস্ট এত্ত লম্বা।

এদিকে সকলের আবার একই কথা, সময় নেই, এমন কিছু বলেন যাতে অল্প সময়ে সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আর তাদের জন্যই আমাদের হেয়ার ফুডের “ফেইস প্যাক”।

এতে ব্যবহার করা হয়েছে এমন অনেক উপাদান যেসব কিনা স্কিনের জন্য বলতে গেলে এক কথায় অল ইন ওয়ান skin care সল্যুশন।

এটি ব্যবহার করলে ওই দিন আর ফেইস ওয়াশ দেয়ার দরকার নেই। নিয়মিত ব্যবহার করলে স্কিনে কোমলতা আসা সহ পিম্পল, একনি, দাগ এবং নেচারালি উজ্জ্বলতা আসবে ইনশাআল্লাহ্‌।

আমাদের সন্তুষ্ট কাস্টোমারদের ফিডব্যাক দেখতে পেইজের কাস্টোমার ফিডব্যাক এলবামে একবার চোখ বুলিয়ে আসতে পারেন।

ব্যবহার বিধিঃ

  • এক চা চামচ পাউডার পানিতে আধ-ঘণ্টা ভিজিয়ে রেখে দু-ফোঁটা মধু(ঐচ্ছিক) যোগ করে পুরো মুখে ভালোভাবে মেখে আধ-ঘণ্টা রেখে আলতো ভাবে ঘষে ধুয়ে ফেলতে হবে।
  • সপ্তাহে ৩/৪ দিন ব্যবহার করবেন।
  • চোখের চারপাশের কাল দাগ দূর করতে নারিকেল তেলের ও পানির সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে চোখের চারপাশে লাগিয়ে ৩০ মিনিট রেখে উঠিয়ে ফেলুন প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে।

Leave a Reply