ত্বকের লোমকূপ পরিচর্যার প্রয়োজনীয়তা

চারপাশের টক্সিক বা দূষিত উপাদানগুলো আমাদের লোমকূপ বন্ধ করে ফেলে। লোমকূপের গোঁড়া পরিষ্কার না থাকলে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়। অ্যাক্টিভেটেড চারকোল-সমৃদ্ধ প্যাক বা মাস্ক মুখে অ্যাপ্লাই করলে তা মুখের লোমকূপ বা পোরস এর ভেতরের ধুলো-ময়লা, মৃতকোষসহ আটকে ফেলে ও তা পরিশোধনে সাহায্য করে।

অ্যাক্টিভেটেড চারকোল ত্বক থেকে ব্যাকটেরিয়া, কেমিক্যাল, দূষিত পদার্থ, ধুলাবালি এবং অন্যান্য মাইক্রো-পারটিকেল শুষে নেয়। এবং এই অ্যাক্টিভেটেড চারকোল শরীরে শোষিত হয় না সুতরাং শরীরেও এর কোন বিরূপ প্রভাব ও পড়ে না।

তবে ত্বকের ধরনের উপর নির্ভর করে এসব মাস্ক সপ্তাহে ১ থেকে ৩বার ব্যবহার করা যায়। এর বেশি ব্যবহার করা ঠিক হবে না। কারণ তাহলে এটা স্কিনের ন্যাচারাল তেল ও আদ্রতা শুষে নেয়।

Leave a Reply