স্ক্রাবার কি ত্বকের জন্য জরুরী?

স্ক্রাবার কি ত্বকের জন্য জরুরী?
উত্তর হলো অবশ্যই জরুরী।
কেন?
– ত্বক সুন্দর রাখার প্রথম শর্ত হল প্রথমেই তাকে ভালভাবে পরিষ্কার করতে হবে। ত্বকে অনবরত জমা হচ্ছে মৃত কোষ। আর এই মৃত কোষ গুলোকে পরিষ্কার করার জন্য দরকার স্ক্রাব; অর্থাৎ ফেস স্ক্রাব।

বাজারে অনেক ধরনের স্ক্রাবারই পাওয়া যায়। হেয়ার ফুডের স্ক্রাবার কিনবেন কেন?

– হেয়ার ফুডের কাস্টমাররা উত্তর ইতোমধ্যে জানেন। আবারও বলি এর প্রতিটি উপাদান পুরোপুরি প্রাকৃতিক। এর এতে মেশানো নেই কোন প্রিসারভেটিভ।
অন্যান্য রূপচর্চায় প্রয়োজনীয় উপাদান ছাড়াও এতে স্ক্রাবিং ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহার করা হয়েছে চালের গুড়া। আর
চালের গুঁড়া ত্বক এক্সফলিয়েট করে এবং ব্ল্যাকহেডস দূর করে ত্বক উজ্জ্বল করে।

সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন?
– স্ক্রাবিং জরুরী কিন্তু প্রতিদিন না। সপ্তাহে এক থেকে দুইদিন যথেষ্ট। আর কখনো আউটিং এ গেলে যেখানে ত্বক খুব ধুলোবালির স্পর্শ পেয়েছে সেদিনের জন্য স্ক্রাবিং অবশ্যম্ভাবী।

কিভাবে ব্যবহার করবেন?
– পানিতে গুলে। কিন্তু কেউ ক্রিমি টেক্সচার চাইলে পানির সাথে মেশাতে পারেন অল্প একটু বেবি ক্রিম বা লোশন।

Leave a Reply